Sunday, April 22, 2007

ইকনোমিস্ট ম্যাগাজিন এর বাংলাদেশ বিষয়ক রিপোর্ট

১৯ এপ্রিলের এই সংখ্যায় যা বলা হয়েছে তার সারমর্ম হচ্ছে - জেনারেল মাসূদ ই সব কলকাঠি নাড়ছেন, জেনারেল মঈন নন, আর ফখরুদ্দীন তো পাপেট। আর খালেদা জিয়াকে বেসিকালী ব্ল্যাকমেইল করা হয়েছে দেশত্যাগের জন্য। এরকম মাফিয়া স্টাইল ব্ল্যাকমেইল না করে দেশের প্রচলিত আইনে বিচার করা উচিত। আমি মনে করে খালেদা,তার ছেলেরা ও তাদের পরিবারদের এরকম বিদেশ যাবার সুযোগ করে দেওয়া এটাই প্রমান করে যে যারা ক্ষমতাসীন তারা আইন মানার ব্যাপারে ইন্টারেস্টেড না - তারা তাদের ইচ্ছা বাস্তবায়নে বেশী ইন্টারেস্টেড।

No comments: